নদভী সহধর্মিনীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও নারীনেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী। এ উপলক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মুখ্য উপদেষ্টা প্রফেসর ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভীর সহধর্মিনী নারীনেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. ইমতিয়াজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিউল কবীর, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মঞ্জুর মোর্শেদ।

পরিদর্শনকালে তিনি চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং চিকিৎসাসেবা নিতে এসে জনগণ যাতে কোন হয়রানির শিকার না হয় সজাগ থাকতে পরামর্শ দেন ।