আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে মহাজোট প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র সমর্থনে বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন নদভী পত্নী রিজিয়া রেজা চৌধুরী। গত ১২ ডিসেম্বর ও গতকাল বৃহস্পতিবার সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, চরম্বা, সাতকানিয়া পৌরসভা ও সদর ইউনিয়নের পাড়া মহল্লা, অলিতে-গলিতে গণসংযোগ ছাড়াও বিভিন্ন পথসভায় তিনি বক্তব্য রাখেন।
রিজিয়া রেজা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার মিশন বাস্তবায়নের লক্ষ্যে গত জাতীয় সংসদ নির্বাচনে প্রফেসর ড. আবু রেজা নদভীকে নমিনেশন দিয়েছিলেন। জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে জয়ী হয়ে তিনি সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। তাঁর নেতৃত্বে উন্নয়নের পাশাপাশি সন্ত্রাসের জনপথের বদনাম ঘুচিয়ে শান্তির নীড়ে পরিণত হয়েছে সাতকানিয়া লোহাগাড়া। তিনি আগামী ৩০ ডিসেম্বর এলাকার উন্নয়নের স্বার্থে শান্তি ও সমৃদ্ধির প্রতীক নৌকা মার্কায় ভোট প্রদানের আহবান জানান। গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন সাতকানিয়া ও লোহাগাড়া মহিলা আ. লীগের নেত্রীগণ।