নতুন লোগো আর মোড়কে এস আলম সিমেন্ট

নতুন লোগো ও মোড়কে বাজারে আসছে এস আলম গ্রুপের অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠান এস আলম সিমেন্ট।

শনিবার  রাতে হোটেল রেডিসনে এস আলম সিমেন্টের এই নতুন লোগো ও মোড়ক উম্মোচিত হয়েছে।

লোগো ও মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসানুল আলম।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উম্মোচন করেন এস আলম গ্রুপের পরিচালক আলহাজ শহীদুল আলম।

এসময় অন্যদের মধ্যে এস আলম সিমেন্টের উপ মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপনন) আরিফ আহমেদ, ঊর্ধ্বতন ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মোহাম্মদ বোরহান উদ্দীন, উপ মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপনন) জিয়াউল ইসলাম খান, সহকারী মহাব্যবস্থাপক ব্যবস্থাপক (বিপনন) খোরশেদুল আলম পলেন, সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয়) শফিকুল ইসলাম, প্লান্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার আবুল হোসেনসহ ঊর্ধ্বতন কমকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বক্তব্য দিচ্ছেন এস আলম গ্রুপের পরিচালক আলহাজ শহীদুল আলম

প্রধান অতিথির বক্তব্যে এস আলম গ্রুপের পরিচালক আলহাজ শহীদুল আলম বলেন, এস আলম সিমেন্ট এস আলম গ্রুপের একটি প্রতিষ্ঠান।আমাদের অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের মতো এস আলম সিমেন্ট লিমিটেডও দেশের উন্নয়ন কর্মকান্ডে সহযোগী হিসেবে অবদান রাখছে। আমাদের অঙ্গীকার নতুন ব্র্যান্ডে এস আলম সিমেন্ট চট্টগ্রামের চাহিদার সিংহভাগ পূরণ করে দেশের অন্যান্য অঞ্চল তথা বিদেশেও রপ্তানি হবে ইনশাআল্লাহ।

তিনি তার বক্তব্যের পর পরেই নতুন লোগো উম্মোচনের অনুমোদন দেন। এরপরেই বড় পর্দায় ভেসে ওঠে এস আলম সিমেন্টের নতুন লোগো।এস আলম সিমেন্টের নতুন লোগে ও বেগের মোড়ক উন্মোচন করা হয়।

পরে শহীদুল আলমসহ অন্যান্যরা মোড়কের উম্মোচন করেন।

এরপর সভাপতির বক্তব্যে আহসানুল আলম বলেন, চট্টগ্রাম বিভাগে সিমেন্টের যে চাহিদা রয়েছে তার সিংহভাগ পূরণে যুগের এবং সময়ের চাহিদার প্রেক্ষিতে নতুন রূপে, নতুন আঙ্গিকে, নতুন ব্র্যান্ডে এস আলম সিমেন্টের গুণগত মান অক্ষুণ্ন রাখায় আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।

তিনি আগামি ১ ফেব্রুয়ারি থেকে নতুন লোগো ও মোড়কে এস আলম সিমেন্ট বাজারে পাওয়া যাবে বলে জানান।

শেষে চোখ জুড়ানো লেজার শো’র মধ্যে দিয়ে শেষ অনুষ্ঠান।