ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেনের চট্টগ্রাম জেলায় সফরসূচি

নিউজ ডেস্ক :

আজ ২১ আগস্ট বুধবার-

সকাল ০৮:১৫ টা মাননীয় ধর্ম উপদেষ্টার হেয়ার রোডস্থ বাসভবন, ঢাকা হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা সড়কপথে।

সকাল ০৯.৪০ টা চট্টগ্রামের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ত্যাগ করেন বিমানযোগে।
সকাল ১০.৩৫ টা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বেলা ১১.০৫ টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসারত রোগীদের
সড়কপথে শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন।
বেলা ১২:০০ টায় জামেয়া আহমাদিয়া সুন্নিয়া মাদ্রাসায় ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন । ওমরগণি এমইএস কলেজে উপস্থিতি ও মতবিনিময় সভায় দুপুর ১:৩০ টা অংশগ্রহণ। জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া মাদ্রাসায় উপস্থিতি
হয়ে বিকাল ০৩:০০ টায় মতবিনিময় সভায় অংশগ্রহণ।

বিকাল ০৪:৩০ টা চট্টগ্রাম সার্কিট হাউজে সুধীজনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ । জামিয়াতুল নূর মাদ্রাসা, স্টেশন রোড-এ উপস্থিতি ও মতবিনিময় সভায় অংশগ্রহণ সন্ধ্যা ০৭:০০ টায়।
রাত ০৯:০০ টায় চট্টগ্রামের খুলশিস্থ নিজ বাসায় অবস্থান নেবেন।

আগামীকাল ২২ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার- সকাল ১১,০০ টায় ইসলামিক ফাউন্ডেশন-এর বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম পরিদর্শন করবেন।
সড়কপথে দুপুর ০১,০০ টায় জামেয়া জিরি মাদ্রাসা ছাত্র-শিক্ষকদের সাথে মত বিনিময় সভায় অংশগ্রহণ।
বেলা ০৩:০০ টায় জামেয়া পটিয়া ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময়।
বিকাল ০৫.০০ টায় সাতকানিয়ায় বাবা-মায়ের কবর জিয়ারত করে সাতকানিয়ায় নিজ বাসভবনে অবস্থান নেবেন।
বিকাল ০৫:০০ টা হতে রাত ০৮.০০ টা
চট্টগ্রামের খুলশিস্থ নিজ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা এবং রাত্রিযাপন।

২৩ আগস্ট ২০২৪ শুক্রবার-
দুপুর ১২:০০ টা হালিশহরস্থ এ সড়কপথে এক বাস স্টেশন মসজিদে খুতবা প্রদান ও জুমআর নামাজ আদায়।
দুপুর ০২.০০ টায় চট্টগ্রামের খুলশিস্থ নিজ বাসভবনে অবস্থান।
রাত ০৮:০০টায় চট্টগ্রামের খুলশিস্থ নিজ বাসভবন হতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের উদ্দেশ্যে মাত্রা।
রাত ০৯:২০ টায় ঢাকার উদ্দেশ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ।