সাতকানিয়া প্রতিনিধি:শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ১৬তম দিন (মঙ্গলবার ৪ ডিসেম্বর) বাদে আসর হতে চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়। ছদরে মাহফিল ছিলেন চট্টগ্রাম সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ। চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী ও মুহাদ্দিস ফারুক হোসাইনের যৌথ সঞ্চালনায় আলোচক ছিলেন লোহাগাড়া চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ শাহে আলম, মাওলানা আবদুস সালাম, মাওলানা জাফর সাদেক মিয়াজী, শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, শাহাজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, শাহাজাদা তৈয়বুল হক বেদার। মাহফিলে আরো উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মাহমুদ, মুহাম্মদ মিজানুল করিম, হোসাইন মুহাম্মদ সাঈদী, মুহাম্মদ সাঈদ সোহরাব তানবীর প্রমুখ।
আলোচকগণ বলেন, ধর্ম মানুষকে ন্যায়পরায়ণতা শেখায় অতএব ধর্মকে ব্যক্তিভাবে ধরে রাখা খুবই প্রয়োজন। এ ধর্মকে শক্তভাবে, সঠিকভাবে পালন করার জন্য আল্লাহর নির্দেশ মোতাবেক সীরাতুল মোস্তাকীমের পথ তালাশ করা আল্লাহর নির্দেশ। এ পথে যারা আছেন তাদের পদাংক অনুসরণ করা ছাড়া, এটা পাওয়া যাবে না। প্রত্যেক কিছু জানতে গেলে একজন উস্তাদ লাগে। অতএব ধর্ম শিখতে গেলে ধর্মগুরুর প্রয়োজন। এ ধর্মগুরুর কদমে অতীব আদবের সাথে জীবন যাপন করতে হয়। আর অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। অন্তরের আদব নেই, বিশ্বাসও নেই। তাহলে জীবনভর পীরের খেদমতে থাকলেও কোন লাভ হবে না। পীরের হুকুম মোতাবেক ধর্মকর্ম পালন ছাড়া অন্তরের ভিতরের ময়লা পরিষ্কার হবে না।
আলােকিত সাতকানিয়া/এইচএম