দ্বীনি শিক্ষা না পেলে সন্তানদের অন্তরে পাশবিকতা জন্ম নেয় -মাওলানা মামুনুর রশীদ নূরী

সাতকানিয়া সংবাদদাতা : বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, সন্তানদের প্রাথমিক বিদ্যালন পরিবার আর প্রথম শিক্ষক মাতা-পিতা। তারা পারিবারিক পরিমণ্ডল থেকে যা শিখবে তা-ই তাদের ধ্যান ধারনায় আচার-আচরনে তথা পুরো জীবন পরিচালনায় একটি স্থায়ী প্রভাব তৈরী করে। মাওলানা নুরী ২ জানুয়ারি সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন উত্তর মনেয়াবাদ কবরমুড়া ঈদগাহ উন্নয়ন ও সংরক্ষণ কমিটি” আয়োজিত বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে একথা বলেন।

 

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুহাম্মদ ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ আলোচকের বক্তব্য পেশ করেন বাজালিয়া হেদায়েতুল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসার শিক্ষক মাওলানা ইলিয়াছ আযাদ, মাওলানা খায়ের আহমদ, মাওলানা রশিদ আহমদ বাহারী, মাতলানা মোস্তাক আহমদ রব্বানী প্রমুখ।

 

তিনি বলেন শিশুরা জন্মের পর হতেই আল্লাহর পক্ষ থেকে মাতা-পিতার আমানত, কিন্তু তারা নিষ্পাপ, ও পুষ্পকলির মতই পবিত্র। শিশুরা মাতা- পিতার কাছ থেকে আদর-স্নেহ পেলে তাদের অন্তর আনন্দে ভরে উঠে, যেটা সন্তানদের মানষিক বিকাশ সাধনের একটি গুরুত্বপূর্ণ উপাদান।

অন্যদিকে তাদের প্রতি নিষ্টকতা, ও অবহেলা তাদের মানষিক জটিলতা, এবং জ্ঞানের প্রসারে মারাত্মক প্রতিবন্ধকশ সৃষ্টি হবে, তাই ইসলাম মাতা-পিতাকে শৈশবে সন্তানদের প্রতি গুরুত্বদান ওদ্বীনি বুনিয়াদী শিক্ষাদানের নির্দেশ দিয়েছে।