দ্বিতীয় রাউন্ডে উইলিয়ামস বোনেরা

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন দুই বোন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস। ৩৭ বছর বয়সি সেরেনা গতকাল মেলবোর্নে মাত্র ৪৯ মিনিটেই জার্মানির তাতজানা মারিয়াকে হারান ৬-০, ৬-২ গেমে। দুই বছর আগে এই মেলবোর্নেই সেরেনা জিতেছিলেন ক্যারিয়ারের ২৩ নম্বর গ্র্যান্ড স্লাম শিরোপা, টেনিসের উন্মুক্ত যুগে যা কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। এবার মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের সর্বকালের রেকর্ড ছোঁয়ার হাতছানি সেরেনার সামনে। সেরেনার এক বছরের বড় ও সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী ভেনাস রোমানিয়ার মিখায়েলা বুজার্নেসকুকে হারান ৬-৭ (৩-৭), ৭-৬ (৭-৩), ৬-২ গেমে।