দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন এখন আর স্বপ্ন নয়

দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজারের রামু উপজেলা পর্যন্ত নির্মিতব্য রেল লাইনে লোহাগাড়া অংশে অধিগ্রহণকৃত জমির মালিকদের নিকট চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি মালিকদের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলামের সভাপতিত্বেচেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম গনি সম্রাট, আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার, পুটিবিলা ইউনিয়নের চেয়ারম্যান হাজ্বী ইউনুছ, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিনসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা, এবং উপজেলার সকল কর্মরত সাংবাদিকরা সহ জেলাও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।