দুবাইয়ের উদ্দেশ্যে শাহ আমানত ছাড়লেন আটকে পড়া যাত্রীরা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ প্লেনের আটকে পড়া যাত্রীরা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে বিমানের আরেকটি প্লেনে তাদের নিয়ে যাওয়া হয় বলে জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান।

তিনি জানান, রোববার (২৪ ফেব্রুয়ারি) ছিনতাই চেষ্টার পর জরুরি অবতরণ করে ময়ূরপঙ্খী। এরপর যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।