দু’দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি বিএসএফ একযোগে কাজ করবে

সাতকানিয়ার বায়তুল ইজ্জতস্থ বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজে বিজিবি ও বিএসএফ এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কর্মশালার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ও বিজিবি এয়ার উইং এর কমান্ডার কর্নেল মাহাবুবুর রহমান বলেন, বিজিবি ও বিএসএফ উভয় বাহিনীর মধ্যে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠার পাশাপাশি পারস্পারিক আস্থা, বন্ধুত্ব ও সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। সীমান্ত অপরাধ দমনে উভয় বাহিনী একযোগে কাজ করতে পারবে।

মঙ্গলবার সকালে সাতকানিয়ার বায়তুল ইজ্জতস্থ বর্ডার গার্ড বাংলাদেশের একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি) এর ব্যবস্থাপনায় ১৪ দিন ব্যাপী বিজিবি ও বিএসএফ এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, এ প্রশিক্ষণ উভয় দেশের সীমান্ত সুরক্ষার অভিন্ন লক্ষ্যে সীমান্তে চোরাচালান, মাদক, অস্ত্র, নারী ও শিশু পাচার, অবৈধভাবে সীমান্ত অতিক্রম সহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে উভয় বাহিনীর জন্য সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে।

প্রশিক্ষণ কর্মশালায় ভারতীয় বিএসএফ’র ডেপুটি কমিশনার ও টিম লিডার ভিভেক ঠাকুর বলেন, এই কোর্সে উভয় বাহিনীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদার করা ও সীমান্ত অপরাধ প্রতিরোধে সহায়ক হবে। প্রতিবছর ৫ হাজার জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

ভারত–বাংলাদেশ উভয় বাহিনীর প্রশিক্ষণার্থীগণ নিজেদের মধ্যে সীমান্তে দায়িত্ব পালনকালীন অর্জিত অভিজ্ঞতা বিনিময় এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে প্রায়োগিক বিভিন্ন সমস্যা মোকাবেলায় কার্যকর ও ফলপ্রসূ জানার সুযোগ হয়েছে।

প্রশিক্ষণ কোর্সে বিএসএফ এর ১ জন অফিসার্স, ১০ জন অন্যান্য পদবীর সদস্য অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে বিজিটিসিএন্ডসি এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ভারতীয় বিএসএফ এর মহাপরিচালকের পক্ষে ভারতীয় বিএসএফ’র ডেপুটি কমিশনার ও টিম লিডার ভিভেক ঠাকুর ক্রেস্ট গ্রহণ করেন ।

এছাড়া কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের লে. কর্নেল সাজ্জাদ হোসেন, লে. কর্নেল একেএম ইকবাল, লে. কর্নেল মো. আজিজুল ইসলাম, লে. কর্নেল মোস্তফা রাসেল আল রশীদ, বিজিটিসিএন্ডসি’র অতিরিক্ত পরিচালক (সমন্বয়) মেজর মো. আবদুল্লাহ আল মাহমুদ, মেজর শাহীন আকতার, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ–উন নবী খোকন ও প্রশিক্ষণে অংশগ্রহণ করা প্রশি ক ও প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।