দায়িত্ব অর্পণ করেই গাছ রোপনে ছুটে গেলেন সদ্য সাবেক মেয়র নাছির

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের কাছে দায়িত্ব অর্পণ করেই গাছ রোপনে ছুটে গেলেন সদ্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। নগরীর শেরশাহ কলোনী ডাঃ মাজহারুল হক হাই স্কুলের বৃক্ষ রোপণ ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছ রোপন করেন। এক পর্যায়ে তিনি উপস্থিত সবার মাঝে গাছের চারাও বিতরণ করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত সাবেক মেয়র নাছিরের কাছের মানুষ হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান চৌধুরী বলেন, মেয়রের দায়িত্ব নিয়ে আজ থেকে পাঁচ বছর আগে ক্লিন সিটি ও গ্রিন সিটি স্লোগানে যাত্রা শুরু করেছিলেন নাছির ভাই। মেয়াদ শেষে নতুন প্রশাসক খোরশেদ আলম সুজন ভাইকে সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়েই গাছ রোপনের মধ্য দিয়ে প্রমান করলেন তার এই সবুজ যাত্রা থেমে নেই। পরিবেশ বান্ধব শহর, পাহাড় সংরক্ষণ ও সবুজায়নে সাবেক মেয়র নাছির যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও অব্যাহত রাখবেন।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (৬ আগস্ট)সকালে নগরীর টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কার্যালয়ে নব নিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন সদ্য বিদায়ী মেয়র আ জ ম নাছির উদ্দীন।