দশ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অভিযান চালিয়ে দশ হাজার ইয়াবাসহ মো. জাহাঙ্গীর আলম (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব- ৭। সোমবার (০৯ এপ্রিল) রাতে নগরীর ওয়াসার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের   সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াসার মোড় এলাকায় অভিযান চালানো হয়েছে। র‌্যাবের লেফটেন্যান্ট আশেকুর রহমানের নেতৃত্বে অভিযানে দশ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চকবাজার থানায় হস্তান্তর করা হয়।