মোছলেম উদ্দিন আহমদ ও আবু ছালেহ ছিলেন দলের প্রাণ সংগঠক এবং তারা দলের দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন। তাদের ছিল আন্তরিকতা, দলের প্রতি কর্তব্যবোধ ও দেশের প্রতি দায়িত্ববোধ। তাদের সাহসী নেতৃত্ব সকল অপশক্তিকে প্রতিহত করেছে। এখনো আসন্ন নির্বাচনকে সামনে রেখে যারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারায় লিপ্ত তাদেরকে প্রতিহত করতে হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
শনিবার বিকেলে সাতকানিয়া আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাবেক গণপরিষদ সদস্য আবু ছালেহ’র শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইন্জিনিয়ার মোশাররফ হোসেন, এমপি।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব, সিআইপি, এর সভাপতিত্বে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মোতাহেরুল ইসলাম চৌধুরী, এম ইদ্রিস, এডভোকেট জহির উদ্দিন, মোশতাক আহমেদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম হারুন লুবনা।
আরো উপস্থিত ছিলেন মাস্টার ফরিদুল আলম, এডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, মোজাম্মেল হক, এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, হোসেন কবির, সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, মোহাম্মদ শাহজাহান, জসিম উদ্দিন, আবদুল হান্নান, এডভোকেট শাহদাত শাহরিয়ার, মন্তাজ উদ্দিন, আঞ্জুমান আরা বেগম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।