দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ লোহাগাড়ায়

সাতকানিয়া প্রতিনিধি: লোহাগাড়ায়রিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার উদ্যোগে  কম্বল বিতরণ করা হয় সম্প্রতি।
উপজেলার এ রহমান মার্কেটস্থ সংগঠন কার্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মো. আবদুল খালেক। প্রধান অতিথি ছিলেন সমাজকর্মী প্রফেসর ডা. মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন হাজি সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ্, সামশুদ্দিন, মো. জামাল উদ্দিন, মনির আহামদ আজাদ, সিরাজুল ইসলাম, মো. জসিম উদ্দিন প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, শিক্ষা অমূল্য সম্পদ। প্রত্যেক শিক্ষার্থীকে উজ্জ্বল ভবিষ্যৎ রচনায় সাধনা করে যেতে হবে। তিনি লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানান।

আলোকিত সাতকানিয়া/এইচএম