গত ৮ অক্টোবর বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চন্দনাইশের ঐতিহ্যবাহী তীর্থক্ষেত্র বাইনজুরী শ্রী শুক্লাম্বর পীঠ মন্দির প্রাঙ্গণে দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে দেবীপক্ষের শুভ মহালয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের কার্যক্রমে শ্রী চন্ডীপাঠের মাধ্যমে সূচনা করেন নুপুর ব্রহ্মচারী।
দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জিতেন কান্তি গুহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ আবদুল জব্বার চৌধুরী। পরিষদের সাধারণ সম্পাদক পরিমল দেবের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন পরিষদের প্রাক্তন সভাপতি বাবুল ঘোষ বাবুন। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা পূজা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. দিলীপ ভট্টাচার্য্য। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের প্রাক্তন সভাপতি ড. বিপ্লব গাঙ্গুলী, প্রাক্তন সাধারণ সম্পাদক অরূপ রতন চক্রবর্তী, চন্দনাইশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক তাপস কুমার দে, সহ-সভাপতি মাস্টার বিজয় কৃষ্ণ ধর, ডা. কাজল কান্তি বৈদ্য, যুগ্ম সাধারণ সম্পাদক অরূপ সেন, ভবশংকর ধর, দিলীপ ঘোষ দিপু, রুবেল দেব, বিশ্বজিৎ দাশ, আশীষ মিত্র, রেখা দাশ, শুক্লাম্বর পীঠমন্দির কমিটির সভাপতি হারাধন দেব, মেম্বার অমর কান্তি ভট্টাচার্য্য, দিলীপ ভট্টাচার্য, মহিলা মেম্বার সুমি দে, ডা. বিধান চন্দ্র ধর, মাস্টার অশোক কুমার সুশীল, রুবেল দত্ত, মধুসুদন দত্ত, অলক কুমার দে, দেবাশীষ ধর, দিপেন ধর, যাদব সর্দ্দার, দোলন কান্তি দে, বোয়ালখালী উপজেলা পূজা পরিষদের অধীর দে, শিক্ষক সত্যপ্রিয় শীল, মিহির বিশ্বাস, পটিয়া উপজেলার স্বপন মিত্র, মিল্টন দাশ, শিমুল চক্রবর্তী, চন্দনাইশ উপজেলার বিমল তালুকদার, নারায়ন ধর, টিংকু ধর, অসীম ভট্টাচার্য্য, সাতকানিয়া উপজেলার ইন্দ্রজিৎ দাশগুপ্ত, নোবেল দাশ, লোহাগাড়া উপজেলার সুজন চক্রবর্তী, সুভাষ কান্তি সুশীল, বাঁশখালীর বিপ্লব ধর, আশীষ মিত্র চৌধুরী, নিউটন দাশ, আনোয়ারার দেবাশীষ দত্ত ক্রেডিট, অভিজিৎ দাশ ছোটন, কর্ণফুলীর রিপন দাশ, ছোটন দাশ প্রমুখ। শেষে সকলের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।