গতকাল শনিবার সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের আন্দরকিল্লাস্থ বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ মেয়রকে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি তুলে ধরেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। মেয়র আসন্ন শারদীয় দুর্গোৎসবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
দক্ষিণ জেলা পূজা পরিষদের সভাপতি জিতেন কান্তি গুহ ও সাধারণ সম্পাদক পরিমল দেবের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল দাশগুপ্ত। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের প্রাক্তন সভাপতি লায়ন দুলাল চন্দ্র দে, শিল্পপতি বাবুল ঘোষ বাবুন, ড. বিপ্লব গাঙ্গুলী, যুগ্ম সাধারণ সম্পাদক অরুপ সেন, অর্থ সম্পাদক নরেশ দেব, প্রচার সম্পাদক আশিষ মিত্র, পটিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি ঋষি বিশ্বাস, সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী সুমন, কার্যকরী সদস্য সুশীল দেবনাথ প্রমুখ।