দক্ষিণ জেলা কল্যাণ পার্টির সম্মেলন অনুষ্ঠিত।

বাংলাদেশ দক্ষিণ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.)সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক দাবী করেছেন আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকেই দেশকে গুম, খুন, অপহরণ, গুপ্তহত্যার লীলাভূমিতে পরিণত করেছে। অন্ধ, বন্ধ্যা দু:শাসনে দেশকে বন্দী করে রেখেছে তারা। এরা বছরের পর বছর ধরে ২০ দলীয় জোটের অসংখ্য নেতাকর্মীদেরকে বিচারবহির্ভূত হত্যার শিকারে পরিণত করে গুমের হিড়িক বজায় রেখেছে। তিনি গতকাল রবিবার কোতোয়ালী মহিম দাশ রোডস্থ কার্যালয়ে বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ বলেছেন, দেশটা গুম খুনের রাজ্যে পরিণত হয়েছে। সরকারের মদদে আজ বিরোধী দলের নেতা–কর্মীদের হত্যা–গুম–খুনের মাধ্যমে বিভিষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে।
বাংলাদেশ কল্যাণ পার্টি দক্ষিণ চট্টগ্রাম সভাপতি এডভোকেট মোয়াজিন’র সভাপতিত্বে ও ডা. কলিমুল্লাহর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন উত্তর জেলা সভাপতি দিদারুল আলম সুমন, মহানগর সাধারণ সম্পাদক মো. নুরুল আলম,সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ সিকদার, দক্ষিণ জেলা নেতা মো. রফিক, ডা. মো. ইব্রাহিম, এড. জাকির হোসাইন, সাইফুর রহমান, মো. জাকারিয়া, মো. ইউসুফ রাফি, আকরমুল আলম, আশিকুল মোস্তফা প্রমুখ। এডবোকেট মোয়াজ্জিম হোসাইনকে সভাপতি ও ডা. কলিমুল্লাহ সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা কল্যাণ পার্টির কমিটি ঘোষণা করা হয়।