রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ অন্তর্ভুক্ত জোন কর্ণফুলী (২০১৯-২০) ফ্যালকন টিম ও রোটারী ক্লাব অব বন্দর নগর চট্টগ্রাম পক্ষ হতে মেডিকেল ইকুইপমেন্ট হস্তান্তর করা হয় দক্ষিণ চট্টগ্রামের একমাত্র স্বয়ং সম্পূর্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল বিজিসি ট্রাস্ট এ। ক্লাব ও ফ্যালকন টিমের পক্ষ থেকে মেডিকেল ইকুইপমেন্ট হস্তান্তর করেন লেফটেন্যান্ট গভর্নর (২০১৯-২০) মাহফুজুল হক, বিশেষ আমন্ত্রিত অতিথি এডিশন্যাল কমিশনার অব ট্যাক্সসেস পিপি সামিনা ইসলাম ও সিপি এম এ মুহসীন। বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর(মেডিকেল সার্ভিসেস) ক্যাপ্টেন বারাকাত ও কভিড ইউনিটের ডাক্তার, নার্স ও নিয়োজিত কর্মকর্তা কর্মচারী গন উপস্থিত থেকে সরবরাহকৃত ইকুইপমেন্ট গ্ৰহন করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্টুডেন্ট ফোরামের সদস্য গালিব আনোয়ার আনন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ও স্টুডেন্ট ফোরামের সদস্য আরফানুর রহমান পিমন। স্বনামধন্য এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইন্জিনিয়ার আবছার উদ্দীন আহমদ কে চট্টগ্রামের জনগণের জন্য একক অর্থায়নে এমন একটি বহুমুখী প্রতিষ্ঠান স্হাপনের নজির সৃষ্টি করায় রোটারী আন্তর্জাতিক ডিষ্টিক-৩২৮২ আইপিডিজি লেঃ কঃ (অব) প্রিন্সিপাল এম, আতাউর রহমান পীর, আরসি বন্দর নগর চট্টগ্রামের সভাপতি গুলামুন্নবী রুম্মান, ক্লাব এজি পিপি সুদীপ কুমার চন্দ্র, কর্ণফুলী জোনের-১৯-২০ এডিশন্যাল লেফটেন্যান্ট গভর্নর মুহাম্মদ আছরার, পিপি নজরুল ইসলাম নান্টু, উনার প্রতি কৃতজ্ঞতা জানান ও রোটারী বিজিসি ট্রাস্ট কোভিড ডেডিকেটেড ইউনিট প্রতিষ্ঠা ও কার্যকরী করার আগ্ৰহ প্রকাশ করেন। আরসি বন্দরনগর চট্টগ্রামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রোটারিয়ান রাকিবুল ইসলাম, রোটারিয়ান টিপু চৌধুরী ও অন্যান্য ক্লাব সদস্যবৃন্দ। কভিড ইউনিটের ডা. নাসিম, ডা. বখতিয়ার, ডা. তামান্না উল্লেখ করেন চিকিৎসা সেবার জন্য এই মেডিকেল কলেজ ও হাসপাতালের উপর পার্বত্য জেলা ও আশেপাশের বেশ কয়েকটি উপজেলা নির্ভর করে।
হোম বৃহত্তর চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট হাসপাতাল পেল রোটারী ক্লাবের মেডিক্যাল সরঞ্জাম