দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ সাতকানিয়ার ব্যবসায়ী রায়হানের

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত এইচ.ই.রবিনা পি মার্ক্স এর সঙ্গে চট্টগ্রামের তরুণ  ব্যবসায়ী  ও আমদানীকারক সাতকানিয়া কৃতি সন্তান রায়হান উল ইসলাম (শাওন)  সৌজন্য সাক্ষাৎ করলেন  ।

বুধবার ১৮ এপ্রিল চট্টগ্রামের খুলশীস্থ দক্ষিণ আফ্রিকার কনস্যুলেট অফিসে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত এইচ.ই.রবিনা পি মার্ক্সকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তরুণ ব্যবসায়ী রায়হান উল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল জেনারেল সোলায়মান আলম শেঠ এবং দক্ষিণ আফ্রিকার ফ্রেশ প্রডিউস এক্সপোর্টার্স ফোরামের সিইও এন্ট্রন ক্রুজার এবং উভয় দেশের প্রতিনিধিবৃন্দরা।

দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল জেনারেল সোলাইমান আলম শেঠ এবং দক্ষিণ আফ্রিকার ফ্রেশ প্রডিউস এক্সপোর্টার্স ফোরামের সিইও এন্ট্রন ক্রুজার এর সঙ্গে গোল টেবিলে আলোচনা করছেন মেসার্স রায়হান করপোরেশনের সত্ত্বাধীকারী রায়হান উল ইসলাম ।

দক্ষিণ আফ্রিকার ফ্রেশ প্রোডাকশন আমদানি -রপ্তানিকারকদের প্রতিনিধি দলের প্রধান ছিলেন সাতকানিয়া উপজেলার গাটিয়াডেঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান ও চট্টগ্রামের তরুণ ব্যবসায়ী মেসার্স রায়হান করপোরেশনের সত্ত্বাধীকারী মসলা ও ফল আমদানীকারক রায়হান উল ইসলাম (শাওন) ।

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত এইচ.ই.রবিনা পি মার্ক্স ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন । মেসার্স রায়হান করপোরেশনের সত্ত্বাধীকারী রায়হান উল ইসলাম (শাওন) আলোকিত সাতকানিয়াকে বলেন, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের ব্যবসায়ী উন্নয়নে বিভিন্ন বিষয়ে কথা বলেন। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীক বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয় । দক্ষিণ আফ্রিকার ১৩৭টি এক্সপোর্ট কোম্পানি থেকে ফল আমদানি করতে সহযোগিতা এবং ফলের মান অক্ষুন্ন রাখাসহ আরও বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

দক্ষিণ আফ্রিকার ফ্রেশ প্রডিউস এক্সপোর্টার্স ফোরামের সিইও এন্ট্রন ক্রুজার নগরীর চেরাগীপাড়াস্থ মেসার্স রায়হান করপোরেশনের অফিস পরিদর্শন করেন।

দক্ষিণ আফ্রিকার ফ্রেশ প্রডিউস এক্সপোর্টার্স ফোরামের সিইও এন্ট্রন ক্রুজার নগরীর চেরাগীপাড়াস্থ মেসার্স রায়হান করপোরেশনের অফিস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি রায়হান উল ইসলাম শাওন এর অফিসে একান্তভাবে কিছু সময় কাটান। এসময় মেসার্স রায়হান করপোরেশনের সত্ত্বাধীকারী রায়হান উল ইসলামের সাথে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের ব্যবসায়ী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।