সাতকানিয়া সংবাদদাতা : বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইন বণিক সমিতি’র উদ্যোগে সমিতির আওতাভুক্ত মোহাম্মদীয়া প্লাজা ও রিজোয়ান কমপ্লেক্স ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ইসমাইল হোসেন ইকবাল, মোঃ শাহাদাত হোসেন ও মোঃ রিদুয়ান এর স্মরণে শোকসভা, দোয়া মাহফিল ও সহায়তা প্রদান অনুষ্ঠান ১২ জুলাই জুমাবার বাদে আসর চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া মির্জাখীল কুতুব পাড়া মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ ও তামাকুমন্ডি লেইন বণিক সমিতির প্রধান উপদেষ্টা এম এ মোতালেব সিআইপি।
সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলীম এর যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমান আরা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডাঃ আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, এওছিয়া ইউনিয়নে চেয়ারম্যান আবু ছালেহ, সোনাকানিয়া ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দীন, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উপদেষ্টা মাওলানা মাহমুদুল হক, জসিম উদ্দিন কবির, আবুল হোসেন, সমিতির সাবেক সভাপতি আব্দুল খালেক, আবু তালেব।
এসময় বক্তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। তামাকুমন্ডি লেইন বণিক সমিতির এমন উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন এবং বণিক সমিতির মতো সমাজের বিত্তশালী, রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধিদের প্রতি অগ্নিকান্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক আজম এম এ, সহ সভাপতি সেলিম উদ্দিন, বজলুর রহমান, সহ সাধারণ তৌহিদুল আলম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ সাদেক হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দীন, কার্যনির্বাহী সদস্য মিনহাজুল আবেদীন, আবদুর ছফুর নয়ন, আরিফ চৌধুরীসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।