মা শ্রীদেবীকে ছাড়া জাহ্নবীর দ্বিতীয় জন্মদিন। গত বুধবার ২২-এ পা রেখেছেন বলিউডের নবাগত এই নায়িকা। তবে এবার একটু অন্যভাবে জন্মদিন উদ্যাপন করেছেন তিনি। জন্মদিনের আগেই বাবা বনি কাপুর আর বোন খুশির সঙ্গে বেনারস চলে যান জাহ্নবী। আর সেখানেই তিনি জন্মদিনের কেট কেটেছেন। তবে ছুরি না, জাহ্নবী কেক কেটেছেন তলোয়ার দিয়ে।
জন্মদিনের ঠিক আগেই জাহ্নবী বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে যান। সেখানে তিনি প্রথমে শিবের আরতি করেন। এরপর রাতে বাবা আর বোনের সঙ্গে কেক কাটেন। এই বলিউড সুন্দরী তাঁর জন্মদিনের কেক কেটেছেন বারানসীর তাজ নদেসর প্যালেসে।
‘ধড়ক’ ছবি দিয়ে জাহ্নবী বলিউডে পা রাখেন। শিগগিরই তাঁকে ভারতীয় মহিলা পাইলট গুঞ্জন সাক্সেনার ওপর নির্মিত বায়োপিকে দেখা যাবে। জাহ্নবী প্রথম আইএএফ পাইলট গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করবেন। এ ছাড়া তাঁকে করণ জোহরের ‘তখত’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে কারিনা কাপুর, অনিল কাপুর, রণবীর সিং, ভিকি কৌশল, ভূমি পেডনেকর অভিনয় করেছেন।