তারুণ্যের সৃজনশীলতা ও যুব শক্তিকে গঠনমূলক রাজনীতিতে সম্পৃক্ত করার লক্ষ্যে এবারে আওয়ামী যুবলীগের নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী যুব সংগঠন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি।
শনিবার (১৪ নভেম্বর) রাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ’র পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি যুবলীগকে ঢেলে সাজাতে প্রধানমন্ত্রীর নির্দেশে পরিচালিত শুদ্ধি অভিযানের পর থেকে মাশরাফিকে ক্রিকেটের পাশাপাশি যুব রাজনীতির মাঠে দেখা পাওয়ার গুঞ্জন চলছিলো। বিশ্লেষকরা বলছেন, মাশরাফিকে যুবলীগের মর্যাদা পূর্ণ প্রেসিডিয়াম সদস্য করে যুবলীগ যেন নতুন যুগে প্রবেশ করল। যুব কমিউনিটির মাঝে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। এতে যুব সমাজ গঠনমূলক রাজনীতিতে আরো বেশী উৎসাহিত হবে।
মাশরাফি বিন মর্তুজার জন্ম ১৯৮৩ সালের ৫ অক্টোবর। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট, ওয়ানডেতে ও টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন । বর্তমানে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।