ঢেমশা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী ঢেমশা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার, মোবারক হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী,সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ শফিউল কবির,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সহ-সভাপতি মোজাম্মেল হক,যুগ্ন সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন,সাতকানিয়া উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল,ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃরিদুয়ান ইসলাম, নলুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার দেলোয়ার হোসেন প্রমুখ।