নিউজ ডেস্ক : গাউসিয়া কমিটি বাংলাদেশ হিলভিউ হাউজিং সোসাইটি শাখার পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিয়াজ আহমদ খান স্যারকে গতকাল ১৯ অক্টোবর বাদে মাগরিব হিলভিউ হাউজিং সোসাইটির এ-ব্লকের ৪নং রোডস্থ তাঁর নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
সেই সাথে সম্মাননা উপহার হিসেবে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্ট প্রকাশিত মাসিক তরজুমান, খাজা আবদুর রহমান চৌহরভী প্রণীত ত্রিশপারা বিশিষ্ট বিশ্বের অদ্বিতীয় দরূদ শরীফ গ্রন্থ মাজমুয়ায়ে সালাওয়াত-ই রাসুল (দ.)’র বঙ্গানুবাদকৃত ১টি পারা, অজিফা-ই গাউসিয়া, দৈনন্দিন মাসয়ালা-মাসায়িল গ্রন্থ গাউসিয়া তরবিয়তি নেসাব, আল-মুয়াল্লিমসহ বিভিন্ন প্রকাশনা উপহার দেন হিলভিউ গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ খতিবী।
এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ মুরশেদুল হক, চট্টগ্রাম বার এসোসিয়েশন’র সাবেক ভাইস-প্রেসিডেন্ট এড. রফিকুল আলম, মাস্টার মুহাম্মদ আলতাফ হোসেন, আলহাজ্ব মুহাম্মদ সগির, মুহাম্মদ ফয়সাল, ইঞ্জিনিয়ার তৌকির আহমদ, মুহাম্মদ আব্দুস সবুর, মুহাম্মদ আবুল কাশেম মাহি, মুহাম্মদ নাবিদ আখতার প্রমুখ।