ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই

বিএনপির আমলে জঙ্গিবাদের সৃষ্টি হয়। ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বিএনপি হত্যাযজ্ঞ চালিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে দেশে দুর্নীতি ও লুটপাট হয়। দেশকে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেআওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে। উন্নয়নের ছোঁয়া সব জায়গায়। তাই হাত তুলে ওয়াদা করেন। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন। নৌকা মার্কায় ভোট দেবেন।

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

এই সফরের মধ্য দিয়ে সিলেট থেকে আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করলো ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৮টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরের আগে হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরান (রহ.) ও হজরত গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলেটে পৌঁছান শেখ হাসিনা।