ডিগ্রি অর্জন জীবনের টার্নিং পয়েন্ট

শিক্ষার্থীদের ডিগ্রি অর্জন জীবনের টার্নিং পয়েন্ট উল্লেখ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, ডিগ্রি নিয়ে বসে থাকলে হবে না। তা সমাজ ও রাষ্ট্রের জন্য কাজে লাগাতে হবে।

রোববার (০১ এপ্রিল) সকালে চিটাগাং ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) প্রথম সমাবর্তনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগরীর হল টোয়েন্টিফোরে অনুষ্ঠিত সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সিআইইউর ১৮০ জন ডিগ্রিধারীদের ডিগ্রি প্রদান করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

ডিগ্রিধারীদের উদ্দেশ্যে অধ্যাপক আবদুল মান্নান বলেন, জ্ঞানের রাজ্য বিশাল। মানবসম্পদ উন্নয়নে আপনারা পুঁজি দিয়েছেন। এ ডিগ্রি নিয়ে বসে থাকলে হবে না। কর্মজীবনে পদার্পন করে দেশের উন্নয়নে এ অর্জনকে কাজে লাগাতে হবে।

জঙ্গিবাদ একটি দেশকে ধবংস করে দেয়। তরুণদের জঙ্গিবাদ ও মাদকের ছোবলকে থেকে রক্ষা করতে হবে। তবেই দেশ আরও এগিয়ে যাবে। সমাবর্তন বক্তা ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ও আইইবির প্রেসিডেন্ট ড. এ মাজিদ খান।

এসময় সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তৌহিদ সামাদ, ইউএসটিসিডিটির চেয়ারম্যান আব্দুল হাই সরকার, উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী, সিআইইউর ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. এম এম নুরুল আবসার প্রমুখ।