ডা.খাস্তগীর স্কুলে চলছে বর্ষবরণ প্রম্ততি

চট্টগ্রামে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবারও শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজন করা হচ্ছে বর্ষবরণ উৎসব।
রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে বর্ষবরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে থাকছে যন্ত্রসংগীত, নৃত্য, সংগীত, বাউল গান ও আবৃত্তি। এছাড়া ছোটদের এ বর্ষবরণ উদযাপনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনকে চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগ চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব রতনাকর দাশ টুনুকে সদস্য সচিব করা হয়।
এছাড়া এতে প্রধান সন্বয়ক হিসেবে থাকবেন শিশুমেলার রুবেল দাশ প্রিন্স ও সমন্বয়ক তরুণ সংগঠক প্রকৌশলী অমিত ধর।