কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা মেইল ট্রেনের জানালায় ছোড়া পাথর লেগেছে বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরীর চোখে।
সোমবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে পাঁচ-সাত মিনিট চলার পর এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল নয়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এলে তাকে চক্ষু ওয়ার্ডে রেফার করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, জহিরুল ইসলাম মেইল ট্রেনের জানালার পাশে বসেছিলেন। এ সময় বাইর থেকে পাথর ছুড়ে মারা হয়। তার কপাল ফেটে গেছে। চোখ ফুলে গেছে। তাকে চক্ষু ওয়ার্ডে রেফার করা হয়েছে।
জহিরুল ইসলাম বলেন, মেইল ট্রেনের কেবিনে উঠেছিলাম। জানালাটি আগে থেকে খোলা ছিল। গরমের কারণে আমিও আর বন্ধ করিনি। কমলাপুর থেকে ট্রেনটি ছাড়ল। পাঁচ-সাত মিনিট চলল। এরপর হঠাৎ একটি পাথর এসে লাগল চোখে। কপাল ফেটে রক্ত পড়তে লাগল। চোখ তো ভীষণ যন্ত্রণা করছে। রুমাল দিয়ে চেপে ধরলাম।
তিনি বলেন, এত বড় একটি ট্রেন কিন্তু প্রাথমিক চিকিৎসাসেবা বলতে কিছুই পাইনি। ব্যথায় চেঁচামেচি করার পর কোত্থকে একটি ‘ওয়ানটাইম’ ব্যান্ডেজ এনে দেওয়া হলো। এ সময় সহযাত্রীরা অনেক সহানুভূতি দেখিয়েছেন। তারা জানিয়েছেন, ইদানীং প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে ট্রেনে।