ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে চট্টগ্রামে রেলওয়ে স্টেশনে টিকিট প্রত্যাশী যাত্রীদের সংখ্যা ছিল অনেক কম।
শুক্রবার সকাল আটটা থেকে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। যা চালু থাকবে বিকেল ৫টা পর্যন্ত। শুক্রবার দেয়া হয়েছে ১০ জুনের যাত্রার টিকিট।
চট্টগ্রামের রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, চট্টগ্রাম স্টেশন থেকে বিভিন্ন ট্রেনের মোট টিকেটের পরিমাণ ৬ হাজার ৯৭১টি । যার মধ্যে প্রথমদিনে কাউন্টার থেকে দেয়া হচ্ছে ৪ হাজার ৯১৭টি টিকেট। বাকি টিকিট অনলাইনে ২৫ শতাংশ, ৫ শতাংশ ভিআইপি কোটা এবং ৫ শতাংশ দেয়া হবে স্টাফ কোটায়। টিকিট বিক্রির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কাউন্টারের ভেতরে এবং বাহিরে রেলওয়ের কয়েকটি টিম কাজ করছে ।
তিনি আরও বলেন, টিকিট কালোবাজারি রোধ করতে ৫৭ টি সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো রেলওয়ে স্টেশন নিরাপত্তার আওতায় আনা হয়েছে। পাশাপাশি টিকিট কালোবাজারি রোধ করতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি, গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন সংস্থা স্টেশন এলাকায় কাজ করছে।
সংশ্লিষ্টরা জানান, প্রথম দিনে টিকিট প্রত্যাশীদের চাপ কম থাকলেও ১২, ১৩, ১৪ ও ১৫ তারিখে যাত্রার টিকিট প্রত্যাশীদের চাপ বেশি থাকবে ।
স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ আরও বলেন, যাত্রীদের টিকিট প্রাপ্তির সুবিধার জন্য আগামীকাল থেকে প্রতিটি আন্ত:নগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে।
প্রথম দিনে টিকিট নিতে আসা লোকজন জানান, কোনো রকম ঝামেলা ছাড়াই টিকিট পেয়ে যাচ্ছে।