পণ্যবাহী ট্রাকের ধাক্কায় নারীসহ ৫ বাসযাত্রী আহত হয়েছেন। শুক্রবার (০৬ এপ্রিল) রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-ইয়াসমিন (৩০), আইমা (৩০), সাজেরুল ইসলাম (৪০), আশরাফ (৪০) ও বকুল মিয়া (৪৫)।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের কর্মকর্তা আনসার উদ্দিন জানান, পণ্যবাহী একটি ট্রাক যাত্রীবাহীবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নারীসহ ৫ যাত্রী আহত হন। পরে মিরসরাই ফায়ার সার্ভিসের লিডার পলাশ চৌধুরীর নেতৃত্বে বাসে উদ্ধার কাজ চালিয়ে আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়।