চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেলো টোস্টমাস্টারস ইন্টারন্যাশনাল এরিয়া জে৩ পাবলিক স্পিকিং কন্টেস্ট।
চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড়ে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রাক্তন ক্যাম্পাসের আডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
টেবিল টপিক এবং ইন্টান্যাশনাল স্পিচ, এই দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতা সম্পন্ন হয়। এরিয়া জে ৩ এর অন্তর্ভুক্ত চিটাগাং টোস্টমাস্টারস ক্লাব, ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটি টোস্টমাস্টারস ক্লাব, ঢাকা বাংলাদেশে টোস্টমাস্টারসক্লাব এবং মাস্টার মাইন্ড টোস্টমাস্টারস ক্লাবের প্রতিযোগিরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বিচারকদের রায়ে টেবিলটপিক কন্টেস্টে চ্যাম্পিয়ন হন চিটাগাং টোস্টমাস্টার ক্লাবের জাহিদা করিম।
প্রথম রানার্সআপ হন আই ইউ বি টোস্টমাস্টার ক্লাবের আব্দুল্লাহ ইবনে আসাদুজ্জামান।
এবংদ্বিতীয় রানার্সআপ হন মাস্টারমাইন্ড টোস্টমাস্টার ক্লাবের ইশরাত সুলতানা
অন্যদিকে ইন্টারন্যাশনাল স্পিচ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন আই ইউ বি টোস্টমাস্টার ক্লাবের অন্তরা সুবাহ খান
প্রথম রানার্সআপ হন চিটাগাং টোস্টমান্টার ক্লাবেরজাহিদাকরিম
এবংদ্বিতীয়রানার্সআপহনমাস্টারমাইন্ড টোস্টমাস্টার ক্লাবের জহিরুল আলম
টেবিল টপিক ক্যাটাগরিতে চিফ জাজ হিসেবে ছিলেন এরিয়া জে ৩ এর ডিরেস্টর মোহাম্মদ গোলাম দস্তগীর জনিএবং কন্টেস্ট চেয়ারের দায়িত্বে ছিলেন ২০১৮-১৯ ট্রিপল ক্রাউন এওয়ার্ড প্রাপ্ত মাস্টার মাইন্ড ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (এডুকেশন) রোখসানা আক্তার রুপী। অন্যদিকে ইন্টারন্যাশনালস্পিচ ক্যাটাগরিতে চিফ জাজ হিসাবে ছিলেন ডিস্ট্রিক ৪১ এর এসোসিয়েট প্রোগ্রাম কোয়ালিটি ডিরেক্টর মুহাম্মদ হাবিবুল ইসলাম এবং কন্টেস্ট চেয়ারের দায়িত্বে ছিলেন ২০১৮ – ১৯ ডিভিশন লেভেলে হিউমেরাস ক্যাটাগরির পাবলিকস্পিকিং চ্যাম্পিয়ন এবং চিটাগং টোস্টমাস্টার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (এডুকেশন) নুসরাত হুদা ।ছাড়াও বিশেষ অতিথি এবং কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইনকামট্যাক্স কমিশনার, জনপ্রিয় লেখক এবং বিভিন্ন মানবিক প্রজেক্টের ইনিশিয়েটর জনাব বাদল সৈয়দ। এছাড়াও ছিলেন চিটাগাং স্পিকারস ক্লাবের প্রেসিডেন্ট মোয়েজ হোসাইন এবং চিটাগাং টোস্টমাস্টারস ক্লাবের প্রেসিডেন্ট ফিরোজশাহ। উল্লেখ্য এরিয়া চ্যাপিম্পয়নরা ডিভিশনে এরিয়া জে ৩ কে তথা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন আগামী ১৯ শে এপ্রিল ২০১৯ এ ঢাকায়।