টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ৪২০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি শীর্ষে অবস্থান করছেন। ভারতের রবীন্দ্র জাদেজা ৩৯৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টেস্টে তিনি ভালো করলে সাকিবকে পেছনে ফেলতে পারবেন।
এদিকে, টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে শ্রীলংকায় খেলতে নামা কাগিসু রাবাদা প্রথম টেস্টে ৭ উইকেট নিলেও পরের টেস্টে মোটেই সুবিধা করতে পারেননি। মাত্র ১টি উইকেট পেয়েছেন কলম্বো টেস্টে। তার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। শীর্ষস্থান হারিয়েছেন তিনি। তার রেটিং পয়েন্ট কমে যাওয়ায় ইংল্যান্ডের জেমস এন্ডারসন শীর্ষে উঠে এসেছেন। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ বোলিং করে এন্ডারসনকে পেছনে ফেলে শীর্ষে উঠেছিলেন রাবাদা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে এন্ডারসনের চেয়ে ৭ রেটিং পয়েন্টে এগিয়ে ছিলেন রাবাদা। কিন্তু সিরিজশেষে তিনি ১০ রেটিং পয়েন্টে পিছিয়ে পড়েছেন। ১ আগস্ট থেকে ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে নামবেন এন্ডারসন। রাবাদার স্বদেশি ডেল স্টেইন কলম্বো টেস্টে উইকেটশূন্য ছিলেন। টেস্ট সিরিজশেষে ৬৩৫ রেটিং পয়েন্ট নিয়ে ২৪তম স্থানে রয়েছেন, যা তার ক্যারিয়ারের সর্বনিম্ন রেটিং পয়েন্ট। এক ইনিংসে ৯ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ৫ ধাপ উন্নতি করেছেন। ৬৯২ রেটিং পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রয়েছেন।