টেরিবাজার ব্যবসায়ী সমিতির সংকটে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, ব্যবসায়ীরা দেশের উন্নয়নের চালিকাশক্তি। তাদের নিঃস্বার্থ কর্মকা-ই পারে দেশের অর্থ ও সমাজ ব্যবস্থাকে উন্নত করতে। বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য। শুধুমাত্র মুনাফার উদ্দেশ্যে নয়, দেশের উন্নয়নে কাজ করতে হবে ব্যবসায়ীদের। ড. আবু রেজা নদভী এমপি বলেন, চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র টেরিবাজারের ব্যবসায়ীদের সিংহ ভাগই সাতকানিয়া লোহাগাড়ার অধিবাসী।
তিনি যে কোন সংকটময় মুহুর্তে টেরিবাজার ব্যবসায়ী সমিতির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে তিনি বলেন, সমিতি জায়গার ব্যবস্থা করে দিতে পারলে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে টেরিবাজার এলাকায় সুপরিসর মসজিদ নির্মাণ করে দেওয়া হবে।
তিনি গত বৃহস্পতিবার রাতে টেরিবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ হোছাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিটাগাং চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর আন্জুমান আরা বেগম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, দপ্তর সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, সাংসদের একান্ত সচিব ও উপজেলা আ. লীগের সদস্য এরফানুল করিম চৌধুরী।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি লায়ন ওসমান গণি চৌধুরী, সমিতির সিনিয়র সহ সভাপতি দিদারুল আলম, সহ-সভাপতি মুহাম্মদ মুছা, ফরিদুল আলম, উপদেষ্টা বেলায়েত হোসেন, হাজি রফিকুল আলম, মোহাম্মদ ইসমাঈল, ফজল আহমদ হারুন, নুরুল আবছার, ওসমান গণি, মুহাম্মদ ফরিদ উদ্দিন, আবুল হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।