সকাল থেকেই দোকান বন্ধ রেখে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভার মধ্যে দিয়ে টেরিবাজারে টাস্কফোর্সের অভিযান এবং ফাঁকা গুলির প্রতিবাদে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা।
শনিবার (২ জুন) সকাল ১১টা থেকে এ ধর্মঘট ও মানববন্ধন শুরু হয় এতে টেরিবাজারের হাজারোধিক ব্যবসায়ী অংশ নেন। দোকান বন্ধ রেখে ধর্মঘট ও মানববন্ধন দুপুর ১টা পর্যন্ত চলবে।
মানববন্ধনে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক আহমদ হোসেনসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত আছেন।
উল্লেখ্য ৩১ মে দুপুরে টেরিবাজারে অভিযান চালায় চোরাচালান বিরোধী টাস্কফোর্স। এসময় তাদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে ব্যবসায়ীদের লক্ষ করে ফাঁকা গুলিও ছোড়েন কোস্ট গার্ডের নেতৃত্বে অভিযান পরিচালনা করা টাস্কফোর্সের সদস্যরা।