টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন প্রতিপাদ্যে সাতকানিয়া উপজেলায় স্যানিটেশন মাস পালিত

টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন প্রতিপাদ্যে সারাদেশের মতো সাতকানিয়া উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস পালিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ব্র্যাক ওয়াশা সাতকানিয়া শাখার প্রামাণিক পিও মো. কামরুজ্জামানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক ওয়াশ চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর পিও মো. রায়হান বকশী, মো. আবদুল হালিম পিএ প্রমুখ