টিভি জার্নালিস্টস মিডিয়া কাপ ক্রিকেটে আরটিভি চ্যাম্পিয়ন

টিভি জার্নালিস্টস মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আরটিভি দল। শনিবার (১৭ মার্চ) নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে ফাইনালে মাছরাঙা টিভিকে ৩২ রানে হারিয়ে দলটি জয়লাভ করেছে।

এর আগে প্রথম সেমিফাইনালে চ্যানেল আই দলকে হারিয়ে মাছরাঙা টিভি দল এবং দ্বিতীয় সেমিফাইনালে সময় টিভি দলকে পরাজিত করে ফাইনালে ওঠে আরটিভি দল। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন আরটিভি দলের রাসেল।

ফাইনাল খেলাশেষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

টিভি জার্নালিস্টস এসোসিয়েশন চিটাগংয়ের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে প্রথমবারের মত আয়োজিত এই টুর্নামেন্টের বিজয়ী দলকে পুরস্কা্র তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়া চর্চায় সাংবাদিকরা নিজেদের সম্পৃক্ত রাখছে যেটি অত্যন্ত প্রশংসনীয়।

পুরস্কার বিতরণী সভায় চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক মোহাম্মদ জাহেদুল হক, সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক আব্দুল হান্নান আকবর, নির্বাহী কমিটির সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি শামসুল হক হায়দরী, সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রিটন, যুগ্ম সম্পাদক লতিফা আনসারী রুনা, অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, নির্বাহী সদস্য দীপঙ্কর দাশ বাবু, বাবুন পাল, টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব, জিটিভির ব্যুরো প্রধান অনিন্দ্য টিটো উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে আটটি টেলিভিশন মিডিয়া অংশ নেয়। দলগুলো হলো-একুশে টিভি, চ্যানেল আই, আরটিভি, বৈশাখী টিভি, সময় টিভি, ইনডিপেনডেন্ট টিভি, মাছরাঙা টিভি ও জিটিভি।