জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং কসমোপলিটনের চেইন হ্যান্ডওভার সিরিমনি সম্পন্ন হয়েছে। রেডিসন ব্লুতে সোমবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স সভাপতি মাহবুব আলম ও পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, জেসিআই বাংলাদেশ এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সালেহীন এফ নাহিয়ান, জেসিআই বাংলাদেশ আইপিএনপি ২০১৯ ফায়াজ আতিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, আমি একটা কথা বিশ্বা করি, বর্তমান তরুণ উদ্যোক্তাদের মেধা, দেশপ্রেম ও ধ্যান ধারণা আমাদের চেয়ে অনেক বেশি। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, অর্থনীতি যেভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে এখানে আমাদের তরুণ উদ্যোক্তাদের ভূমিকা ও অবদান অপরিহার্য।
তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী ২০৪১ এর যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তরুণ উদ্যোক্তারা পারবে সে লক্ষ্য অর্জনে অগ্রণী ভূমিকা পালন করতে। যারা নতুন দায়িত্ব নিয়েছে তাদের প্রতি আমার প্রত্যাশা, নতুন বিনিয়োগের ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দূর করার ক্ষেত্রে তারা কার্যকরি এবং সাহসী ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স সভাপতি মাহবুব আলম। স্বাগত বক্তব্য রাখেন, মাশফিক আহমেদ রুশাদ। আরো বক্তব্য রাখেন, সালেহীন এফ নাহিয়ান, ফায়াজ আতিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন, জেসিআই চট্টগ্রাম কসপলিটন ২০১৯ এর নব নির্বাচিত প্রেসিডেন্ট অসীম কুমার দাশ, আইপিএলপি মাশফিক আহমেদ রুশাদ, সেক্রেটারি জেনারেল প্রকৌশলী এস এম ইশতিয়াক উর রহমান, ইভিপি শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, ভাইস প্রেসিডেন্ট জোবায়ের খান ও আবু বকর সাহেদ, ট্রেজারার রাজু আহম্মেদ, জিএলসি বোরহান উদ্দিন শাহেদ, পরিচালক মো. সেলিম, সাইফ মারুফ, টিপু সুলতান শিকদার, জাসির চৌধুরী, মো. জালাল হোসেন, সুলতানা নাহিদ আদিবা।
নব নির্বাচিত কমিটি আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রাক্তন সভাপতি ও নব নির্বাচিত সভাপতিকে চেইন পরিয়ে দেয়া হয়।