করোনা চিকিৎসায় মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে দেশের শীর্ষ পর্যায়ের ইস্পাত শিল্প প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত। আজ সোমবার (২০ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজে আক্রান্তদের চিকিৎসার জন্য ১ হাজার অক্সিজেন সিলিন্ডার চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেছে জিপিএইচ ইস্পাতে। এগুলো চট্টগ্রামের সরকারী হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে । জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নিকট সিলিন্ডারগুলো হস্তান্তর করেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচলাক মোহাম্মদ আলমাস শিমুল । অনুষ্ঠানে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি , জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক কামরুল ইসলামসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন । এ সময় জিপিএইচ ইস্পাতের অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচলাক মোহাম্মদ আলমাস শিমুল বলেন , সিলিন্ডারগুলো জিপিএইচ ইস্পাত নিজস্ব ব্যবস্থাপনায় সরকারী হাসপাতালে পৌছে দিবে এবং পরবর্তীতে প্রাপ্ত খালি সিলিন্ডার রিফিল করে পৌছে দেয়া হবে । অনুষ্ঠানে জেলা প্রশাসক ইলিয়াস হোসেন , এই মহামারীর মুহুর্তে প্রয়োজনীয় চিকিৎসা উপকরন অক্সিজেন প্রদানের জন্য জিপিএইচ ইস্পাতের উদ্যোগকে সময়োপযোগী বলে প্রশংসা করেন । তিনি বলেন সরকারের পাশাপাশি এই সংকটকালীন সময়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতায় যেভাবে এগিয়ে আসছে তাতে দেশ করোনা দূর্যোগ কাটিয়ে উঠতে সহায়ক হবে।