জিইসি কনভেনশনে চলছে ফার্নিচার মেলা

ঘরের অন্দর মহলটা বদলালে কেমন হয়- নতুন বছরের শুরুতে হয়তো এ ভাবনাটা ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। এই যদি হয়, তবে ভাবতে হবে আসবাবের ধরণ নিয়েও। কারণ আসবাব এখন নিত্য ব্যবহার্য উপাদান নয়, এটি কক্ষ সজ্জার অংশও।

তাই ঘরের চাহিদা বদলাতে দরকার আধুনিক আসবাব। গ্রাহকদের এমন চাহিদাকে প্রাধান্য দিয়ে ১০ম চট্টগ্রাম ফার্নিচার মেলায় হাজির হয়েছে আসবাব তৈরির প্রতিষ্ঠানগুলো। প্রতিটি প্রতিষ্ঠানই তৈরি করেছে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে নিত্যনতুন ডিজাইনের আসবাবপত্র।

মেলার ২য় দিন বুধবার (২৩ জানুয়ারি) নগরের জিইসি কনভেনশন হলে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তবে এর মধ্যে নারী দর্শনার্থীর সংখ্যাই ছিলো বেশি।

মেলায় চট্টগ্রামের ৩৭টি স্বনামধন্য আসবাব তৈরি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।