জামিনে মুক্ত বিএনপি নেতা শাহাদাৎ

৩৫ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন। মুক্ত হওয়ার সময় কারাফটকে নেতাকর্মীরা কেউ ছিলেন না। শাহাদাতকে একটি পাজেরো গাড়িতে করে কারাগার থেকে নিয়ে যাওয়া হয় নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে।

বুধবার (১৪ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে শাহাদাতকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির।

শাহাদাতকে মুক্তি দেওয়ার খবরে মঙ্গলবার বিকেলে কারাফটকের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করেছিল পুলিশ। এরপর বুধবার সকালে মুক্তির সময় নেতাকর্মীদের কাউকে কারাফটকের সামনে দেখা যায়নি। কারাফটকের সামনে পুলিশ মোতায়েন করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে শাহাদাতের ব্যক্তিগত সহকারী মারুফুল ইসলামকে মুক্তি দেওয়ার আগে একটি পাজেরো নিয়ে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে ঢুকতে দেখা যায়। পরে ওই পাজেরোতে করে তিনি নাসিমন ভবনের দিকে যান।

নাসিমন ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান এবং সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মণিসহ নেতাকর্মীরা শাহাদাতকে স্বাগত জানান। সেখানে তাকে ফুলের মালা পরিয়ে দেওয়া হয়।

শাহাদাত নাসিমন ভবনে আসার আগেই পুলিশ সেখানে অবস্থান নেয়। নেতাকর্মীদের কাউকে রাস্তায় দাঁড়াতে দেয়নি পুলিশ। পরে নেতাকর্মীরা নাসিমন ভবনের ভেতরে মিছিল করেন। এসময় বিএনপি নেতারা বক্তব্য রাখেন।