জাফর ইকবালের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের নিরাাপত্তায় কোনো ঘাটতি ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার রাজধানীর পূর্ব রাজাবাজারে নাজনীন স্কুল ও কলেজের পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই অনুষ্ঠান এলাকা কিংবা জাফর ইকবালের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না। নিরাপত্তায় ‍যদি ঘাটতি থাকত তাহলে হামলাকারীকে পুলিশ ধরতে পারত না। হামলাকারী আহত হয়েছে। তাকে পুলিশের পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘একটু সুস্থ হলেই ওই হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন বিস্তারিত জানা যাবে।’

হামলাকারী কোনো উগ্রবাদী সংগঠনের সদস্য কি না বা এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গিয়েছে কি না জানতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরেকটু অপেক্ষা করতে হবে। তার জবানবন্দি নেওয়া হলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’

শনিবার শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত হন জাফর ইকবাল। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।

হামলার কারণ তদন্ত করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টির তদন্ত করছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’