চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে তৃণমূলের পছন্দ এম এ মোতালেব

চট্টগ্রাম ১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের পছন্দের তালিকায় রয়েছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি। পেশাগত জীবনের শুরুতে শিক্ষকতা, পরে ব্যবসাকে বেছে নেন। বনফুল-কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি চট্টগ্রাম চেম্বার অব কমার্সের টানা তৃতীয়বারের মতো
পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি
সাতকানিয়া-
লোহাগাড়ার ব্যবসায়ীদের ব্যবসার প্রাণকেন্দ্র তামাকুমন্ডি লেইন বণিক সমিতির প্রধান উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।
সাতকানিয়া-
লোহাগাড়ায় তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
তিনি একজন সৎ ও নির্লোভ রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে সমাদৃত। এই আসনের প্রতিটি ইউনিয়ন ও গ্রামে এম এ মোতালেব সিআইপি বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড আর বিচক্ষণ নেতৃত্বগুণে ইতোমধ্যে এলাকাবাসীর ভালোবাসা অর্জন, তার অবস্থান তুলে ধরতে এবং তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। শিক্ষানুরাগী মোতালেব প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার হার ও মান বৃদ্ধির জন্য প্রতিষ্ঠা করেছেন একটি কলেজ।সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে সহজে কলেজে যাতায়াতের জন্যে বিনামূল্যে গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। গৃহহীন প্রায় সতেরটি পরিবারকে স্যানিটেশন ব্যবস্থাসহ পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন। প্রায় শতকের বেশি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, মন্দির, বৌদ্ধ মন্দির নির্মাণ ও পুর্ননির্মাণে দিয়েছেন সহায়তা। অছিয়র রহমান ট্রাস্ট ও সাতকানিয়া ডায়েবেটিকস হাসপাতালের চক্ষু বিভাগ প্রতিষ্ঠা, বিভিন্ন স্থানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা ক্যাম্প পরিচালনার মাধ্যমে এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার সহজলভ্যতা ও অসহায় গরীব রোগীরা কেবল চিকিৎসা সেবা নয়,
বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও পাচ্ছেন। বেকারত্বের অভিশাপ হতে মুক্ত করতে এই দুই উপজেলার প্রায় চার হাজারেরও অধিক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তার পরিচালিত প্রতিষ্ঠান বনফুল কিষোয়ান গ্রুপে। ধর্মীয় বিভিন্ন উৎসবে দরিদ্র ও
অসহায় মানুষের মুখে আনন্দের হাসি ফুটাতে চরতি থেকে চুনতি ছুটে গিয়েছেন। প্রতি বছর সাতকানিয়া লোহাগাড়ায় রমজান ও ঈদে এলাকার দুস্থ ও গরীব মানুষজনকে ইফতার সামগ্রীও ঈদবস্ত্র বিতরণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে দুইউপজেলায় প্রায়ই সবকয়টি পূজামণ্ডপে তিনি আর্থিক অনুদান প্রদান করে থাকেন। তিনি প্রথম এই অঞ্চলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শিক্ষা বৃত্তি চালু করেন এবং সতেরটি ইউনিয়ন ও একটি পৌরসভায় সাড়ে পাঁচ শতাধিক গরীব ও মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করেন। ছাত্রজীবন হতে রাজনীতির সাথে জড়িত ছিলেন। ২০১৪ সালে সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।