হাকিম মোল্লা সীতাকুণ্ড থেকে: জাতীয় মহাতীর্থ চন্দ্রনাথধামে শিব চতুর্দশী শুরু ৩ মার্চ। প্রতিবারের মত এবারও দেশের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঐতিহ্যবাহী শিব চতুর্দশী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্রাইন কমিটি। ধামে আধুনিক সৌচাগার, ব্যাসকুণ্ডে আলোকায়ন-স্নানাগার নির্মাণসহ গুরুত্বপূর্ণ কিছু কাজ সম্পন্ন করার ফলে দর্শনে আসা লক্ষ লক্ষ সনাতন -হিন্দু সম্প্রদায় নিরাপদে বাড়ি ফিরবে এই প্রত্যাশা স্রাইন কমিটির।
সীতাকুণ্ডস্থ জাতীয় মহাতীর্থ চন্দ্রনাথধামে চারদিন ব্যাপী বিশ্ব বৈদিক সম্মেলন, সেমিনার, সাধক-ঋষি-সন্ন্যাসী সম্মিলন এবং সম্মানা ও মহাতীর্থ পদক প্রদান অনুষ্ঠান আগামী ৩ মার্চ শুরু হবে চলবে ৬ মার্চ বুধবার পর্যন্ত।
রাষ্ট্রীয় অতিথিবর্গসহ সার্কভুক্ত ও অন্যান্য দেশের অতিথিবর্গ, রাষ্ট্রদূত, ও হাইকমিশনারগণ,তীর্থ,মঠ, মন্দির ও আশ্রমের প্রধানগণ, দেশবরেণ্য বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং সাধক-ঋষি-সন্ন্যাসী ও ধর্মানুরাগী ব্যক্তিত¦দের উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে সীতাকুণ্ড স্রাইন কমিটি উপমহাদেশের বৃহৎ এই আয়োজনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন সংবাদ সম্মেলন করে।
শুক্রবার সকালে সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সীতাকুণ্ড স্রাইন সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার দাশ।
মানব সভ্যতার ঐতিহ্য হিসেবে খ্যাত এই চন্দ্রনাথধাম দর্শনে আসা লক্ষ লক্ষ সনাতন -হিন্দু সম্প্রদায়ের আগমন উপলক্ষে ইতিমধ্যে সীতাকুণ্ড স্রাইন প্রশংসনীয় কিছু কাজ করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন। পুন্যার্থীরা পুজা অর্চনা শেষে যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সে লক্ষ্যেই তাদের এই প্রস্তুতি।
স্রাইন কমিটির প্রস্তুতি সমূহ:
১. চন্দ্রনাথধামে চারটি আধুনিক সৌচাগার নির্মাণ।
২. বিদ্যুতের চাহিদা মেটাতে দুইটি সাব-স্টেশন নির্মাণ
৩. ব্যাসকুণ্ড আলোকায়ন
৪. ব্যাসকুণ্ডের পাশে পুরাতন টয়লেট ভেঙে স্থায়ী ভাবে ১৪টি টয়লেট নির্মাণ
৫. মহিলা পুন্যার্থীদের জন্য স্নানাগার নির্মাণ
৬. বিশ্রাম নেওয়ার জন্য চারটি জায়গা নির্ধারণ
৭. অস্থায়ী রেলিং ও ঝুঁকিপূর্ণ ব্রিজের পরিবর্তে স্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে।
৮. জরুরি চিকিৎসার জন্য ৬টি স্বাস্থ্য সেবা কেন্দ্র খোলা থাকবে
৯. সৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৩০০ ভলেন্টিয়ার কাজ করবে।
১০. মন্দিরে বিজ্ঞ আইনজীবীরা সুপারভাইজার করবে।
সংবাদ সম্মেলণে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সীতাকুণ্ড স্রাইন কমিটির সভাপতি এডভোকেট শ্রী সাধনময় ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড স্রাইন কমিটির সিনিয়র সভাপতি, প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সুখময় চক্রবর্তী, সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার দাশ, বিশ্ব বৈদিক উদযাপন পরিষদের চেয়ারম্যান শ্রী প্রদীপ ভট্টাচার্য্য, মহাসচিব রত্নেন্দু ভট্টাচার্য্য।