আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গত ৯ ডিসেম্বর। আয়োজিত সভায় বক্তারা বলেছেন, নারীদের এগিয়ে যেতে হলে উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে হবে।
রাউজান: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলার সাবেক প্রধান শিক্ষিকা আখতার বানু সিদ্দিকী ও ৭ নম্বর রাউজান ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য লাকী চৌধুরী ‘শ্রেষ্ঠ জয়িতা’ সম্মানে ভূষিত হয়েছেন। বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলাবিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় গত ৯ ডিসেম্বর তাদেরকে এ সম্মাননা প্রদান করা হয়। এতে শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে সাবেক প্রধান শিক্ষিকা আখতার বানু সিদ্দিকী ও অর্থনৈতিকভাবে সাফল্যে অর্জনকারী নারী ক্যাটাগরিতে লাকী চৌধুরী ‘শ্রেষ্ঠ জয়িতা’ সম্মানে ভূষিত হন। অনুষ্ঠানে তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা।
বাঁশখালী: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমে সংবর্ধনা শীর্ষক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মোমেনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমেদ ও কাউন্সিলর রোজিনা সুলতানা রোজী।
পানছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় মানববন্ধন, আলোচনা সভা, চেক বিতরণ ও ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা। এবার উপজেলায় দুই ক্যাটাগরির জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেয়েছেন সাবেক ৩ নং পানছড়ি ইউপি সদস্য মনোয়ারা বেগম ও অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে সম্মাননা পেয়েছে ১ নং লোগাং ইউপির হাতিমারা এলাকার শান্তনা চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা, খাদ্য নিয়ন্ত্রক প্রমিত চাকমা, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মাওলা, উষা মগ প্রমুখ।