‘জাতিসংঘ না মানলেও জেরুজালেমই ইসরায়েলের রাজধানী’

জাতিসংঘ না মানলেও জেরুজালেমই ইসরায়েলের রাজধানী। বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার একটি হাসপাতাল উদ্বোধনের সময় জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির বিরুদ্ধে জাতিসংঘের ভোটাভুটির কঠোর সমালোচনা করে তিনি এ কথা বলেন।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে  যুক্তরাষ্ট্রের ৭০ বছর সময় লেগেছে। জাতিসংঘেরও একই পথ অনুসরণ করতে কয়েক বছর সময় লাগবে।

তিনি বলেন, ইসরায়েল জাতিসংঘের ভোট প্রত্যাখ্যান করছে। জেরুজালেম আমাদের রাজধানী। সেখানে আমরা স্থাপনা তৈরি অব্যাহত রাখব। আরো অনেক দেশের দূতাবাসও জেরুজালেমে স্থানান্তর করা হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, অনেক দেশ ইসরায়েলের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনছে। শেষ পর্যন্ত এটি মিথ্যাবাদীদের কারখানার একটি দেয়ালে পরিণত হবে।

এদিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি না দেয়ার পক্ষে ভোট দেয়া দেশগুলোকে ইমেইল পাঠিয়ে দেখে নেয়ার হুমকি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি।

ইমেইলে তিনি লিখেছেন, আপনারা যখন ভোট দেয়ার কথা ভাবছেন, তখন আপনাদের আমি জানাতে চাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই ভোটকে ব্যক্তিগতভাবে নিয়েছেন।