জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি’র সাথে দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে গত ৮ সেপ্টেম্বর এক মতবিনিময় সভা নগরীর সদরঘাটস্থ তাঁর অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় পরিষদ নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পরিষদের প্রাক্তন সভাপতি লায়ন দুলাল চন্দ্র দে, শিল্পপতি বাবুল ঘোষ বাবুন, ড. বিপ্লব গাঙ্গুলি, সভাপতি জিতেন কান্তি গুহ, সাধারণ সম্পাদক পরিমল দেব, সহ-সভাপতি ঝুন্টু চৌধুরী, ডা. কাজল কান্তি বৈদ্য, ঋষি বিশ্বাস, অরূপ সেন, চন্দন পালিত, ভবশংকর দে, এড. নিলু কান্তি দাশ, বিশ্বজিত দাশ, নরেশ দেব, লিটন নাথ, রুবেল শীল, আশীষ মিত্র, এড. রিগ্যান আচার্য্য, সমীর পাঠক, মন্টু কুমার দে, প্রকৌশলী সিনসন ভৌমিক, অলক কুমার দে, মেম্বার চন্দন ধর, ভূবন মজুমদার, সমর মিত্র, আশীষ দাশ, নিউটন দাশ, অর্ণব মজুমদার, উজ্জ্বল সুশীল, দোলন দেব, উজ্জ্বল নাথ, দোলন কান্তি দে, রাহুল মিত্র, জয় দত্ত প্রমুখ।-বিজ্ঞপ্তি