জব্বারের বলীখেলা ১০৯ তম আসার ২৫ এপ্রিল

ঐতিহাসিক জব্বারের বলী খেলার ১০৯তম আসর আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। খেলার আগে ও পরে মিলে তিন দিনের বৈশাখী মেলা বসবে লালদীঘির আশপাশে এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে।

শুক্রবার (৬ এপ্রিল) সন্ধ্যায় আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা কমিটি প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে বদরপাতির জব্বার হাউসে অনুষ্ঠিত সভায় আগামী ২১ এপ্রিল থেকে বলীখেলায় অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত হয়েছে।

ঐতিহ্যবাহী খেলা ও মেলা আয়োজনের বিভিন্ন দিক কমিটির পক্ষে আলোচনা করেন মেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর ইসমাইল বালী, সংরক্ষিত কাউন্সিলর আনজুমান আরা বেগম, সাবেক কাউন্সিলর এমএ মালেক, মুহাম্মদ জামাল হোসেন, সাবেক সংরক্ষিত কাউন্সিলর রেখা আলম চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পংকজ বৈদ্য সুজন, নুর মোহাম্মদ লেদু, সৈয়দ আবুল হাশেম, মোহাম্মদ ইব্রাহিম, নওশাদ আলী খান প্রমুখ।

ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে ঐক্যবদ্ধ করার জন্য ১৯০৯ সালে লালদীঘির মাঠে এ বলীখেলার আয়োজন করেছিলেন বদরপাতির আবদুল জব্বার সওদাগর।