সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরে র্যাবের সঙ্গে ডাকাতের গুলি বিনিময়ের ঘটনায় ভূমিদস্যু ও সন্ত্রাসী কালু ডাকাত (৪২) নিহত হয়েছে।
রোববার (১১ মার্চ) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাব-৭ এর লে. কমান্ডার আশিকুর রহমান জানান, র্যাবের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদলের অবস্থান জানতে পারে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এরপর ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় কালু ডাকাতকে পাওয়া যায়। তাকে আটক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ১৩টি দেশি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি, রকেট প্লেয়ার উদ্ধার করা হয়েছে।
নিহত কালু ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে ৭টি মামলা রয়েছে।