ছয় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

কুমিল্লায় দুর্ঘটনাকবলিত ডেমু ট্রেন উদ্ধারের  সাড়ে ৬ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার বিকেল তিনটার দিকে ডেমু ট্রেনটি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ঘটনাস্থল থেকে রেলওয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, ডেমু ট্রেনের একটি বগির আটটি চাকা লাইনচ্যুত হওয়ার পর লাকসাম থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ১২টার দিকে উদ্ধার অভিযান শুরুর পর বিকেল তিনটার দিকে উদ্ধার কাজ শেষ হয়।

ওই দুর্ঘটনার ফলে কুমিল্লা, ময়নামতি, আখাউড়া ও লাকসামসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিয়েছে বলেও জানান তিনি।

এর আগে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে আখাউড়া থেকে যাত্রীবাহী একটি ডেমু ট্রেন কুমিল্লা আসার পথে বানাসোয়া রেলক্রসিং এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ডেমু ট্রেনের একটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় বিভিন্ন স্টেশনে আটকা পড়া যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।