ছেলের জন্মদিনে টুইট করলেন খালেদা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তার সুস্থতা কামনা করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তারেক রহমানের সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানান তিনি।

খালেদা জিয়া টুইটে লিখেছেন, ‘শুভ জন্মদিন তারেক রহমান। তুমি সুস্থ ও সুন্দর থাক এবং সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে সফল হও, এ দোয়া করি।’

এর আগে রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিটে তারেক রহমানের জন্মদিনের কেক কাটেন তিনি।

কেক কাটার পর মোবাইলে ছেলের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় নেতাকর্মীরা করতালি ও ‘হ্যাপি বার্থ ডে’ স্লোগানে তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

২০০৮ সাল থেকে প্রায় ৯ বছর ধরে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন তারেক রহমান।